সুন্নত বলতে আমরা কি বুঝি?

আমরা বিদায়াত সমাজে বেড়ে উঠেছি,সাধারণত ছোট থেকে যে ভাবে আমাদের কে ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে সে ভাবে আমরা ইসলাম ধর্ম কে বুঝতে পারি।

আসলে মদিনা থেকে যে ইসলামের সঠিক পথ আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করছেন সেই সঠিক ইসলাম আমাদের এশিয়াতে এসেছে অনেক ছাট কাট হয়ে এবং বাড়তি কিছু যুক্ত করে। এই বাড়তি কিছু যোগ হয়েছে

আলেম সমাজ মনে করেছেন এটা বললে সাধারণ মানুষকে বুঝতে সহজ হবে। তাই তারা মানব সমাজের কল্যান বয়ে আনতে ইসলাম কে বুঝাতে কিছু অতিরিক্ত যোগ করেছেন।

এমন ও আলেম সমাজ আছে যারা মনে করেন আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সব কিছু সুন্নত আসলে কি তাই?

আল্লাহর রাসুল ছাগল চরাতেন এটা কি সুন্নত? রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ টা বিবাহ করেছেন এটা কি সুন্নত? এমন অনেক কাজ আছে যা সুন্নত না।

এক কথাই আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে আল্লাহ কে রাজি খুশি করতে যে কাজ করেছেন সে পথ কে সুন্নত বলা হয়েছে।

অন্য ভাবে বলতে গেলে সওয়াব এর আশায় যে কাজ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটাকে সুন্নত বলে।সুন্নত একটা পথের নাম।যে পথ আল্লাহর নির্দেশে চলে।